Friday, July 5, 2013

টাইটেল সং

1 2 3 4 5 6
যেকোনো কিছুর অবস্থা, লক্ষ্য তুলে ধরতে টাইটেল সং অথবা টাইটেল কাব্যের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক কাজকর্মের পরিপ্রেক্ষিতে কিছু পক্ষের জন্য ‘শাহরিয়ার মুক্তার ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট’ টাইটেল সং এবং টাইটেল কবিতা। আঁকা: শিখা

সরকারের টাইটেল সং
এই পদ্মা, এই PADMA
এই পদ্মা-PADMA নদী তটে
মোদের সরকার সেতু বানাবে
শত দুর্নীতি, মামলা, বৈদেশিক ঋণ সংকটে

বিরোধী দলের টাইটেল সং
ফিরিয়ে দাও,
কেয়ারটেকার সরকার...
ফিরিয়ে দাও
এভাবে চাপিয়ে দিয়ো না।

সরকার ও বিরোধী দল ব্যতীত তৃতীয় দলের নেতার টাইটেল সং
আগেও হয়েছে এমন
মন করে কেমন কেমন
ইচ্ছে হয় উড়াল মারি
একে ছেড়ে ওকে ধরি...

সংসদে অশ্রাব্য কথা বলা সাংসদ
মুখে মুখে রটে যাবে 
আমার গালির কাহিনি
অবাক হয়ে শুনবে দুনিয়া
বলবে সবাই...

ফেসবুকারের টাইটেল সং
ফেসবুক আমার জীবন
আমি ফেসবুকের জীবন
দুজন দুজনার কত যে আপন
কেউ জানে না।
কেউ জানে না। 

ফেসবুকারের দাদির টাইটেল কবিতা
আমাদের সময় আমরা যখন 
খেলেছি পুতুল খেলা
তোমরা এখন সেই বয়সে 
ফেসবুকিং করো মেলা।

No comments:

Post a Comment