Saturday, June 15, 2013

রক এন রোল পরিবেশন করছেন নারী ব্যান্ডের শিল্পীরা
রক এন রোল পরিবেশন করছেন নারী ব্যান্ডের শিল্পীরা
হাজারো প্রতিবন্ধকতার সমাজে আরবের মেয়েরা গান গাইবেন, তা-ও আবার ব্যান্ডের গান, এ যেন অকল্পনীয়। সংযুক্ত আরব আমিরাতে এমনই একটি অকল্পনীয় ঘটনাকে বাস্তবে রূপ দিয়েছেন সাহসী তিন আরব নারী। সম্প্রতি তাঁরা ব্যান্ড দল গঠন করে আলোড়ন সৃষ্টি করেছেন গোটা আরব বিশ্বে। গত ২১ মে দলটি তাদের কলেজের চিত্রপ্রদর্শনীতে রক এন রোল গান গেয়ে যাত্রা শুরু করে। তাদের পরিবেশনায় সবাই মুগ্ধ হয়।
দলের সদস্য ২২ বছর বয়সী বুশরা হছান হাশিমি বলেন, ‘রক এন রোল বাজানো আলাদা এক ধরনের মজা। প্রথম যেদিন গান গাই, মনে হয়েছে যেন আমি স্বপ্নের মধ্যে আছি। আমরা বৈদ্যুতিক গিটার বাজাই। নারী ব্যান্ড আর হাতে এমন গিটার, এ ব্যাপার আমিরাতে আমরাই প্রথম। এটি ঘরের কাজের দুশ্চিন্তা থেকে আমাদের দূরে রাখে। আমরা যন্ত্র বাজাই এবং গান করি। আমি ছোটবেলা থেকেই রক এন রোল পছন্দ করতাম।’
দলের সবাই আল আইন হায়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওই বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ অধ্যাপিকা মিস জ্যাকি স্মল তাঁদের সংগীত ও রক এন রোলে আগ্রহী করে তোলেন। বুশরা হাসান আল হাশিমি আইটি সিকিউরিটি, হামদা আল ঘাইতি বিজনেস অ্যান্ড হিউম্যান রিসার্চের এবং আয়েশা সালেম আল কাবি আইটি অ্যান্ড মাল্টিমিডিয়ার ছাত্রী। তাদের দলে আছে আরও দুজন সদস্য। তবে বুশরা, ঘাইতি ও কাবি মিলে দলটি গঠন করে।
বুশরা আরও জানান, তাঁর মা এই বিষয়ে তাঁকে পূর্ণ সহযোগিতা করছেন। তাঁদের মধ্যে কেবল ঘাইতির সংগীত বিষয়ে কিছুটা জ্ঞান থাকলেও বাকিরা একেবারেই নতুন। কিন্তু তাঁদের আগ্রহ আর সবার সহযোগিতায় সফলভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন। সবাই তাঁদের পছন্দ করছে এবং অনুপ্রেরণা দিচ্ছে।
ব্যান্ড দলের সবাই আল আইনের বাসিন্দা। বর্তমানে তাঁরা ‘স্লোক অন দ্য ওয়াটার’ এবং ষাটের দশকে গাওয়া জ্যাক জোসের জনপ্রিয় ‘বেবি আই অ্যাম ইয়োরস’-এর মতো ক্ল্যাসিক গান করছেন। আগামী সেপ্টেম্বরে তাঁরা নিজস্ব গানের কাজ শুরু করবেন।

No comments:

Post a Comment