Monday, June 24, 2013

কাজের চাপে দমবন্ধ হয়ে যাচ্ছে কিংবা কাজ দেখলেই বিরক্তি লাগছে এমনটি মনে হলে এক গ্লাস বা পাঁচশ মিলি বেদানার রস খেয়ে নিন। তাহলে কাজকে আর চাপ বা বিরক্তিকর বলে মনে হবে না। একটি সমীক্ষায় এমনটিই দেখতে পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এক দল স্বেচ্ছাসেবী এ জরিপে অংশ গ্রহণ করেন এবং দু'সপ্তাহ ধরে তারা নিয়মিত বেদানার রস খেয়েছেন। এ সমীক্ষায় নেতৃত্ব দিয়েছেন বৃটেনের এডিনবাগের কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. এমাদ আদ দুজাইলি।
বৃটেনের দৈনিক মেইল জানিয়েছে, এ জরিপের ভিত্তিতে বলা যায়, যাদেরকে ব্যস্ত সময় কাটাতে হয় তারা বেদানার রস নিয়মিত খেতে পারেন। তাতে দেহের শ্রান্তি দূর হবে এবং সহজেই চাঙ্গা ভাব তৈরী হবে। ডা. এমাদ আরো বলেন, বেদানার রসের নানা ধরনের গুনের কথা ক্রমেই প্রকাশিত হচ্ছে এবং এ নিয়ে আরো গবেষণা দরকার।

No comments:

Post a Comment