Sunday, June 23, 2013

স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন কেন?
মো. আবু সাঈদ, চন্দনপুর, নরসিংদী
বিষয়টা পরীক্ষায় অংশগ্রহণ আর পাস করার মতোই!

রাতকানা না হয়েও রাতে দেখতে পাই না কেন?
মো. রুহেল উদ্দিন, বাউসা, বাঘা, রাজশাহী
তাহলে এবার রাতকানা হয়েই রাতে না দেখার চেষ্টা করেন।

ইচ্ছা থাকলে কি সত্যিই উপায় হয়?
শ্রেষ্ঠ সাহা, শ্মশানঘাট রোড, হবিগঞ্জ
ইচ্ছা থাকলে সত্যি উপায়ও হয়, মিথ্যা উপায়ও হয়!

আমার প্রশ্নটা এবার সবজান্তার সেরা প্রশ্ন হয়েছে, তাই না?
অনুপ কুমার মণ্ডল, পদ্মনীড়, বয়রা, খুলনা
যত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তার দেখান।

আর কবে মানুষ হব?
উজ্জ্বল কুমার, দুরমুট, মেলান্দহ, জামালপুর
মানুষ হয়েই, বা আর কী হবে!

ভাইয়া, আপনি কোন দল করেন? 
মো. রুবেল প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমি সাধারণ জনগণ তো, ভাগ্যদল করি!
সেরা প্রশ্ন
সবজান্তার আক্ষরিক অর্থ আক্ষরিকভাবে আসলে কী?
সিনথীয়া আক্তার, সারদা, রাজশাহী
কোনো আক্ষরিক অর্থ নেই। কারণ, উনি 
আক্ষরিকভাবেই অক্ষরজ্ঞানশূন্য!
অভিনন্দন সিনথীয়া
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।

No comments:

Post a Comment