Saturday, June 15, 2013

  • আইভরি কোস্টে লাল সবুজের পাশে/ লেখক: আনিসুল হক
    আইভরি কোস্টে লাল সবুজের পাশে/ লেখক: আনিসুল হক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়: স্মৃতি নিদর্শন/লেখক: আয়শা বেগম
    ঢাকা বিশ্ববিদ্যালয়: স্মৃতি নিদর্শন/লেখক: আয়শা বেগম
  • কথামালা/লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
    কথামালা/লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
  • আমেরিকা রাইট অর রং অ্যান অ্যানটমি অব আমেরিকান ন্যাশনালিজম /লেখক: আনাতল লিভেন
    আমেরিকা রাইট অর রং অ্যান অ্যানটমি অব আমেরিকান ন্যাশনালিজম /লেখক: আনাতল লিভেন
1 2 3 4
আইভরি কোস্টে লাল সবুজের পাশে
লেখক: আনিসুল হক
প্রকাশক: প্রথমা
দাম: ১৭৫
বিশ্বের বিভিন্ন দেশে শান্তির পতাকা ঊর্ধ্বে তুলে ধরে কাজ করে চলেছেন অসংখ্য বাংলাদেশি। তাঁরা বাংলাদেশের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। বাংলাদেশের বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসুল হক আইভরি কোস্টে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম দেখতে যান। তাঁর এই ভ্রমণ ছিল মিশন অ্যাসেসমেন্ট টিমের অংশ। এই সফরে তিনি আইভরি কোস্টের বিভিন্ন এলাকায় বাংলাদেশের শান্তিরক্ষীদের শিবিরে গিয়েছেন। তাঁদের কার্যক্রম দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন তাঁদের আন্তরিক আতিথেয়তায়। মূলত লেখক তাঁর আইভরি কোস্টের ভ্রমণ অভিজ্ঞতা লিখেছেন এই বইতে। ফলে লেখকের কলমে এবং রঙিন আলোকচিত্রে এই বই হয়ে উঠেছে অনন্য এক উপহার, যাতে পাঠক লেখকের ভ্রমণ অভিজ্ঞতাকে নিজের করে দেখতে ও উপলব্ধি করে নিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্মৃতি নিদর্শন
লেখক: আয়শা বেগম
প্রকাশক: শস্যপর্ব
দাম: ১৫০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে অভিহিত করা হয়। প্রায় শতবর্ষের প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ পথপরিক্রমার মধ্যকালীন ইতিহাসের ঘটে যাওয়া সব উল্লেখযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শী লেখক। ষাটের দশকে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন এবং আশির দশকের শুরু থেকেই শিক্ষকতা করছেন এখানেই। এ বিদ্যাপীঠের অতীত দিনগুলো স্মৃতিপটে উপস্থাপনের উদ্দেশ্যে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসোন্মুখ ও বিদ্যমান ভবন, তোরণ, মসজিদ, মন্দির, পথ-ঘাট, পুকুর-জলাশয়-নিসর্গ ইত্যাদির পূর্বাপর রেখাচিত্র এঁকেছেন লেখক। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় তার অবকাঠামোগত বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে অনন্য। প্রাসঙ্গিক নানা বিষয় ছবিসহ যত্নের সঙ্গে তুলে ধরেছেন লেখক।

কথামালা
লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
প্রকাশক: কারিগর
দাম: ৭৬০ টাকা
বাংলা ভাষার অগ্রগণ্য কথাসাহিত্যিকদের মধ্যে সৈয়দ মুস্তাফা সিরাজের নামটি উল্লেখযোগ্য। এক জীবনে অসংখ্য বই লিখেছেন। অলীক মানুষ -এর লেখক হিসেবেও তিনি খ্যাত। গল্প, উপন্যাস, কর্নেল সিরিজ কিংবা প্রবন্ধের বাইরেও তিনি নানা রকম লেখা লিখেছেন। কথামালা তেমনই এক গ্রন্থ, যেখানে তাঁর মৌলিক লেখার বাইরে আটপৌরে ও ফরমাশি কিন্তু দরকারি রচনার সমন্বয় ঘটেছে। সাহিত্যিক জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ, ফিচার লিখেছেন। সেসব নিবন্ধের মধ্যে তাঁর শৈশব জীবন থেকে শুরু করে সামাজিক টানাপোড়েন এবং কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার প্রভৃতি মানুষের কথা পাব। আছে ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাসের বয়ান এবং মানুষের জীবনযন্ত্রণার কথামালাও। এমনই অনেক কথামালা থেকে ৬২টি নির্বাচিত রচনার সংকলন কথামালা। 

আমেরিকা রাইট অর রং
অ্যান অ্যানটমি অব আমেরিকান ন্যাশনালিজম 
লেখক: আনাতল লিভেন 
প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 
দাম: ১০৯০ টাকা 
আমেরিকা নামের পরাক্রমশালী দেশটাকে অনুপুঙ্খভাবে জানতে এবং অনুধাবন করতে বইটি সহায়ক। আমেরিকার প্রচলিত মিথ, ঐতিহ্য এবং সাংস্কৃতিক আদর্শ জানতে হলে এটি আপনাকে পড়তেই হবে। প্রথমে এটি আমেরিকা থেকে প্রকাশিত হলেও পরে ব্র্রিটেনেও প্রকাশ পায়। তবে বইটি সার্বিকভাবে আমেরিকার জাতীয়তাবাদকেই তুলে ধরেছে, বা এর ব্যাখ্যা দাঁড় করিয়েছে। প্রসঙ্গক্রমে লেখক ওসামা বিন লাদেন কর্তৃক সেই ৯/১১-এর বিষয়টিও উত্থাপন করেছেন। আমেরিকার মধ্যম মানের অসংখ্য মানুষের জীবনে এটি অর্থনৈতিকভাবে এবং কাজের ব্যাপারে যে সমস্যা তৈরি করেছিল, তা-ও উল্লেখ করা হয়েছে। আমেরিকার নিয়ত চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং ক্রমাগত এগিয়ে চলা চীনের কথাও এতে গুরুত্ব পেয়েছে। সহজ ইংরেজিতে লেখা বইটিতে আমেরিকার উত্থান এবং সম্ভাবনার কথাও এসেছে।

No comments:

Post a Comment