Wednesday, June 5, 2013

হঠাত্ বৃষ্টিতেও শুকনো থাকুন
সকালে ঘুম থেকে উঠে দেখলেন প্রখর রোদ। তাই একটু বেশি স্মার্টনেস হয়ে বের হলেন রাস্তায়। হঠাত্ বৃষ্টি। আপনার সকালের প্রস্তুতিটাই মাটি। তাই সঙ্গে রাখুন রেইনকোট। এমন অবস্থা এখন প্রায় প্রতিদিনের। আবহাওয়াটাই এমন। তাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই বাইরে বের হতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে আগে আসে পোশাক নির্বাচনের বিষয়। পোশাক বাছাইয়ের বেলায় সবারই সচেতনতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের। পথে-ঘাটে তারাই বেশি বিপত্তিতে পড়েন। এ সময় পোশাক চিন্তাভাবনা করে পরা উচিত। কেননা বৃষ্টির পাশাপাশি গরমও থাকে। সে কারণে সুতির কাপড় পরা ভালো। তাতে করে গরম কম লাগবে। তবে পাজামা বা সালোয়ারটা গাঢ় রঙের হলে ভালো হয়। কাদা-পানি ছিটকে এলেও সহজে বোঝা যাবে না। মেয়েরা ফতুয়াও পরতে পারেন। কিন্তু জিনসের সঙ্গে না পরাই ভালো। জিনস ভিজলে ভারী হয়ে যায়। ফলে হাঁটাচলায় অসুবিধা হতে পারে। যে ধরনের হোক না কেন পোশাকটি যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আসা যাক ব্যাগ নির্বাচনে। এ সময় পানিরোধক ব্যাগ ব্যবহার করাই ভালো। রেকসিন ও ছাতার কাপড়ের ব্যাগ ব্যবহার করা যেতে পারে। তবে চামড়ার ব্যাগ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিস নিতে ভুলবেন না।
ব্যাগে অবশ্যই ছাতা, ছোট তোয়ালে, চিরুনি ও প্লাস্টিকের বাড়তি ব্যাগ রাখবেন। এ সময়টাতে সাজসজ্জায়ও সচেতন হতে হবে। মেয়েরা চুল পনিটেইল, ফ্রেঞ্চ বেণী কিংবা খোঁপা করতে পারেন। চুলটা যেন খোলা না থাকে। বৃষ্টিতে চুল ভিজলে বাসায় ফিরে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যখনই বের হোন না কেন, প্রয়োজনীয় কাগজপত্র আলাদা প্লাস্টিকের ব্যাগে রেখে দিন। ক্যালকুলেটর কিংবা মোবাইল ফোন রাখার জন্য পানিরোধক মোড়ক আগেই কিনে রাখুন। রাস্তায় অনেক সময় ছাতা নিয়ে চলাচলে অসুবিধা হয়। সে ক্ষেত্রে রেইনকোট কিনে নিতে পারেন।

No comments:

Post a Comment