Wednesday, June 5, 2013

বিখ্যাত ইংরেজ উপন্যাসিক ঔধহব অংঃবহ-এর কালজয়ী প্রেমের গল্প হলো 'চৎরফব ধহফ চৎবলফরপব'। এ উপন্যাসের প্রধান চরিত্র হলো তৎকালীন ইংরেজ ধনী সমাজের এক তরুণ ডার্সি। উচ্চ শিক্ষিত, প্রচণ্ড অহংকারী, স্বভাবে নাক উঁচু, আর বংশমর্যাদায় গর্বিত এই ডার্সির ঘটনাচক্রে এবং নানা নাটকীয়তার মধ্যে সাধারণ-মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে এলিজাবেথের সঙ্গে পরিচয় হয়। এলিজাবেথ ছিল মি. অ্যান্ড মিসেস বেনেটের পাঁচ মেয়ের মধ্যে দ্বিতীয়। মি. অ্যান্ড মিসেস বেনেট সব সময় তাদের মেয়েদের প্রচণ্ড স্বাধীনতা দিয়েছিলেন। অন্যদিকে নাক উঁচু ডার্সি সব সময় এলিজাবেথকে তাদের সামাজিক এবং পারিবারিক অবস্থান নিয়ে ব্যঙ্গ, অপমান করতেন। কিন্তু ধীরে ধীরে এলিজাবেথের রূপ ও গুণে মুগ্ধ হয়ে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়। কিন্তু ডার্সির অভিজাত পরিবার তা মেনে নেয় না, ওদিকে এলিজাবেথের পরিবারেও ঘটতে থাকে নানা অঘটন। অবশেষে নানা নাটকীয়তার পরে ডার্সি-এলিজাবেথের মিলন হয়। নাটকীয়তা, হাস্যরসে ভরা, ইংরেজ সমাজের হরেক রকম দিক, লেখকের চমৎকার বর্ণনায় এ উপন্যাসটি হয়ে উঠেছে ইংরেজি সাহিত্যের অমর এক সৃষ্টি।

No comments:

Post a Comment