Wednesday, June 5, 2013

Old Dhaka

বর্ষা মানেই জলাবদ্ধ ঢাকা
একটানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার নর্থসাউথ ডিএনডিতে সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে পড়ে। রাজধানীর অনেক রাস্তাঘাট, ফুটপাথসহ নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি কাদা পানি ও বেহাল রাস্তাঘাট বাড়িয়ে দেয় নগরবাসীর দুর্ভোগের মাত্রা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, একটানা ৬ ঘণ্টার ভারি বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কিছু কিছু এলাকার জলাবদ্ধতা দুপুরের মধ্যে দূর হলেও চিহ্নিত অনেক এলাকার জলাবদ্ধতা বিকালেও শেষ হয়না। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, তেজতুরিবাজার, কাওরান বাজার, মৌচাক মোড়, পুলিশ লাইন, নাখালপাড়া, তেজকুনি পাড়া, খিলগাঁও, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, টিকাটুলী, হাটখোলা, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, ধানমণ্ডি ২৭নং রোডসহ অনেক স্থানে সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা। এছাড়া নগরীর সর্বত্র চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে ওইসব জায়গা। এমনিতেই ব্যবহারের অনুপযোগী রাজধানীর ৪০ ভাগের বেশি রাস্তা। রাজপথ থেকে অলিগলি সবখানেই রাস্তার বেহালদশা। কোথাও বিশাল গর্ত। সংস্কারের অভাবে কোথাও কোথাও রাস্তা পরিণত হয়েছে ড্রেনে। প্রতি বছরই এমন অভিজ্ঞতা পেতে হয় নগরবাসীর। নগরবাসী অভিযোগ করেন, একটু বৃষ্টি হলে পুরনো ঢাকার বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, গেণ্ডারিয়ার ঢালকানগর, আলমগঞ্জ লেন ও রোড, লালবাগ, চকবাজার এলাকায় রাস্তায় হাঁটু পানি জমে যায়। রাজধানীর অদূরে সিদ্ধিরগঞ্জ থেকে জানানো হয়, বর্ষার আগে ভারি বর্ষণে ডিএনডির অভ্যন্তরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ডিএনডির কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। এতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, গোদনাইল, এনায়েতনগর, চৌধুরীবাড়ি, সানারপাড়, সাহেবপাড়া, নিমাইকাশারী, মিজমিজি, ধনুহাজী রোড, ভুঁইগড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও ডেমরা, শ্যামপুর, কদমতলী, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকার নিচু বাড়িঘর, মসজিদ, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার রাস্তাঘাটও এখন পানিতে থৈ থৈ করছে। এর কারণ হিসেবে জানা যায় রাস্তাঘাটের বেহালদশা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, শহরের খাল ভরাট হয়ে যাওয়া, শুষ্ক মৌসুমে রাস্তা না খুঁড়ে বর্ষাকালে রাস্তার কাজে হাত দেওয়াসহ নানাবিধ কারণ। সবাই জানে কি কারণে পানি জমছে। কিন্তু এ নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে দেখা যায় না। টনক নড়ে না যাদের নড়ার কথা। 

No comments:

Post a Comment