Sunday, June 23, 2013

আমাদের দুটি করে চোখ, কান, হাত ও পা শরীরের নিখুঁত প্রতিসাম্য (সিমেট্রি) অবস্থানে থাকে। কিন্তু হার্ট (হৃৎপিণ্ড) শরীরের বাঁ পাশে, ফুসফুস ডান পাশে, লিভার (কলিজা) ডান পাশে ইত্যাদি। এগুলো প্রতিসম না হওয়ার কারণ সম্পর্কে অনেক গবেষণা হয়েছে। ভ্রূণের ভেতর হার্ট প্রথমে একটি নলের আকারে শুরু হয়ে বাঁ দিকে বক্রাকারে প্রসারিত হয়। এরপর রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কুঠুরি ও কাঠামো শরীরের বাঁ-ডান দুই পাশেই বিস্তৃত হয়। ইতিমধ্যে অন্য অঙ্গগুলো তৈরি হতে থাকে। ঘড়ির কাঁটার পথরেখা অনুযায়ী ঘুরে পাকস্থলী ও কলিজা ভ্রূণের মধ্যরেখা থেকে দূরে সরতে থাকে। ফুসফুসের ডান অংশে তিনটি ও বাঁ অংশে মাত্র দুটি লতিকা (লোব) তৈরি হয়। জীববিজ্ঞানীরা বলেন, ভ্রূণের মধ্যরেখায় সৃষ্ট একটি ছোট নোড (সংযোগস্থল) থেকে প্রতিসাম্য অবস্থানের এ বিচ্যুতি শুরু হয়। নোডের ভেতরে থাকে সিলিয়া নামের শত শত ছোট আঁশ, যেগুলো সেকেন্ডে ১০ বার হারে অনবরত ঘুরপাক খায়। অনেকটা ব্লেন্ডারের মতো। ঘূর্ণমান এ সিলিয়াগুলো শরীরের বাঁ-ডান বিভক্তি অর্জনের সক্ষমতার জন্য জরুরি। কারণ, ভ্রূণ পাতলা তরলে ডুবে থাকে। সিলিয়ার ঘূর্ণন ওই তরলকে ডান থেকে বাঁয়ে ঠেলে দেয়। এটা শরীরের ডান-বাঁ নির্ধারণ করে বলে বিজ্ঞানীদের ধারণা।

No comments:

Post a Comment