Monday, June 24, 2013

নিঃসঙ্গতাকে হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন একদল গবেষক। তারা বলেছেন,নিঃসঙ্গতা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে যা মানুষের স্বাস্থ্যহানির কারণ হয়ে উঠতে পারে। নতুন এক চিকিত্‌সা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
এ চিকিত্‌সা সমীক্ষায় গবেষকরা দেখতে পেয়েছেন,নিঃসঙ্গতা  শরীরে এক জাতের আমিষের উত‌্পাদন বাড়িয়ে দিতে পারে। ফলে দেখা দিতে পারে প্রদাহ বা ঘটাতে পারে হৃদরোগ। টাইপ টু ডায়াবেটিস, আর্থরাইটিস বা সন্ধিবাত এবং অ্যালজাইমার ডিজিজও দেখা দিতে পারে একই কারণে। সেইসঙ্গে শরীর নাজুক হয়ে পড়তে পারে, দৈহিক তত্‌পরতা কমতে পারে এবং দেখা দিতে পারে অকাল বার্ধক্য।
আগের গবেষণায় দেখা গেছে, দুর্বল সামাজিক সম্পর্কের সঙ্গে অকাল মৃত্যুসহ আরো অনেক মারাত্মক স্বাস্থ্য সংকটের সম্পর্ক আছে।  ওহিও বিশ্ববিদ্যালয়ের বিহেভিওহরাল মেডিসিন রিসার্চের পোস্টডক্টোরাল গবেষক লিসা জারেমকা এ সব কথা বলেন।
নিঃসঙ্গতা ও সামাজিক সম্পর্ক স্বাস্থ্যের ওপর কতোটা প্রভাব ফেলে মূলত তা বোঝার জন্যেই এ ধরণের গবেষণার একান্ত প্রয়োজন রয়েছে। এটি বোঝা গেলে এক ধরণের বিরূপ প্রতিক্রিয়া ঠেকানোর রাস্তাও হয়ত খুঁজে পাওয়া যাবে বলে জানান লিসা জারেমকা।

No comments:

Post a Comment