প্রায় সবার ঘরেই ফটোফ্রেম আছে। সবই দোকান থেকে কেনা। কেমন হয় যদি বাবা দিবস উপলক্ষে নিজেই ফটোফ্রেম বানিয়ে বাবাকে উপহার দিতে পারো? দারুণ হয়, তাই না! নিচের নিয়ম অনুসরণ করো, নিজেই একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারো।
যা যা দরকার
শক্ত কাগজ বা পুরোনো কার্ড বাবার ছবি
কাঁচি আঠা গ্লিটার ফিতা
কীভাবে বানাবে
১. প্রথমে শক্ত কাগজ ভাঁজ করে নাও। আর পুরোনো কার্ড হলে র্যাপিং বা রঙিন পেপার দিয়ে মুড়িয়ে নাও।
২. বাবার ছবিটি গোল, চারকোনা অথবা হার্ট শেপে কেটে নাও। এরপর ছবিটি কার্ডের ওপরে আঠা দিয়ে লাগিয়ে দাও।
৩. ছবির চারপাশে আঠা লাগিয়ে বেশি করে গ্লিটার ছড়িয়ে দাও। ২০ মিনিট রেখে শুকাও।
৪. যতক্ষণে আঠার গ্লিটার শুকাবে ততক্ষণে ফিতা দিয়ে ছোট্ট বো বানাও। এবার এটার পেছনে অনেকখানি আঠা দিয়ে কার্ডে আটকে দাও।
৫. শুকিয়ে গেলে কার্ডটাকে আস্তে আস্তে টোকা দিয়ে অতিরিক্ত গ্লিটার ঝেড়ে ফেলো। ব্যস হয়ে গেল বাবার জন্য সুন্দর ফটোফ্রেম।
যা যা দরকার
শক্ত কাগজ বা পুরোনো কার্ড বাবার ছবি
কাঁচি আঠা গ্লিটার ফিতা
কীভাবে বানাবে
১. প্রথমে শক্ত কাগজ ভাঁজ করে নাও। আর পুরোনো কার্ড হলে র্যাপিং বা রঙিন পেপার দিয়ে মুড়িয়ে নাও।
২. বাবার ছবিটি গোল, চারকোনা অথবা হার্ট শেপে কেটে নাও। এরপর ছবিটি কার্ডের ওপরে আঠা দিয়ে লাগিয়ে দাও।
৩. ছবির চারপাশে আঠা লাগিয়ে বেশি করে গ্লিটার ছড়িয়ে দাও। ২০ মিনিট রেখে শুকাও।
৪. যতক্ষণে আঠার গ্লিটার শুকাবে ততক্ষণে ফিতা দিয়ে ছোট্ট বো বানাও। এবার এটার পেছনে অনেকখানি আঠা দিয়ে কার্ডে আটকে দাও।
৫. শুকিয়ে গেলে কার্ডটাকে আস্তে আস্তে টোকা দিয়ে অতিরিক্ত গ্লিটার ঝেড়ে ফেলো। ব্যস হয়ে গেল বাবার জন্য সুন্দর ফটোফ্রেম।
No comments:
Post a Comment