বন্যার পানির তোড়ে ভেসে যাচ্ছে সবকিছু বন্যার পানির তোড়ে ভেসে যাচ্ছে সবকিছু
এখন সময় ডেস্ক : ভারতের উত্তরাখন্ড রাজ্যের নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন, এখনও বানের তোড়ে ভেসে যাওয়া হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারি সেনারা শনিবার গোবিন্দঘাটে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করেছে। নয়াদিল্লি থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার রাজ্যে বন্যায় নিহতদের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে শনিবার জানিয়েছেন, এখনও ৪০,০০০ মানুষ পানিবন্দি রয়েছে। তিনি এ বন্যাকে 'জাতীয় দুর্যোগ' হিসেবে উল্লেখ করেছেন।
বন্যার পানিতে আটকে পড়া এসব হতভাগ্য মানুষের বেশিরভাগই হিন্দু তীর্থযাত্রী। মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তারা উত্তরাখন্ডের চারটি মন্দিরে যান পুণ্য অর্জনের জন্য। উত্তরাখন্ডের চার মন্দিরের এ তীর্থযাত্রার নাম চার ধাম যাত্রা্।
No comments:
Post a Comment