Friday, June 21, 2013

সিনেপ্লেক্সে ‘জি.আই.জো : রিটালিয়েশন’

1 / 1
ঢাকায় ‘জি.আই.জো : রিটালিয়েশন’

হলিউডি সিনেমা ‘জি.আই.জো : রিটালিয়েশন’ ঢাকায় মুক্তি পাচ্ছে ২১ জুন, শুক্রবার। সিনেমাটি প্রদর্শন করছে স্টার সিনেপ্লেক্স। ‘স্টেপ আপ টু : দ্য স্ট্রিটস’ এবং ‘স্টেপ আপ থ্রিডি’খ্যাত চলচ্চিত্রনির্মাতা জন চু পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন চ্যানিং টেটাম, ডোয়ায়েন জনসন, ডি জে কোট্রনা, অ্যাড্রিয়েন প্যালিকি, আর্নল্ড ভসলু, ব্রুস উইলিস প্রমুখ।
এর গল্পে দেখা যায়, মিলিটারি এলিট দল জি.আই.জোর বিরুদ্ধে অভিযোগ এসেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে। খবর এসেছে তারা পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র লুট করেছে। প্রেসিডেন্টের হুকুম যে করেই হোক জি.আই.জো দলটিকে দমন করতে হবে। তারা আক্রান্ত হয় এবং ডিউকসহ দলের অনেকে মারা যায়। যে দলটির বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে রোডবক, ফ্লিন্ট এবং লেডি জে প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পেছনে আসলে কোবরা স্পাই জার্টানের হাত রয়েছে। দেশে ফিরে নিজেদের ভাবমূর্তি উদ্ধার ও দেশকে বাঁচাতে জীবনবাজি রাখার লড়াইয়ে নামে জি.আই.জো দল।
সিনেমাটি ঢাকায় প্রদর্শন প্রসঙ্গে সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেজবাহউদ্দীন আহমেদ গ্লিটজকে বলেন, “ঢাকার দর্শকরা নতুন জেনারেশনের থ্রি-ডি সিনেমাগুলো খুবই ভালোভাবে গ্রহণ করছে। দর্শকদের চাহিদা পূরণে আমরা এ ধরনের সিনেমা মুক্তি দিচ্ছি। এই সিনেমাটি হলিউডে ২৮ মার্চ মুক্তি পায়। দর্শকদের চাহিদা বিবেচনায় রেখে সিনেমাটি ঢাকায় আনা হয়েছে।”
১৩০ কোটি মার্কিন ডলারে নির্মিত সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৫০ কোটি ডলারের বেশি।

No comments:

Post a Comment