নোয়াখালীর মেয়েকে ঘরে তুলে কি ভুল হলো?’
‘নোয়াখালীর মেয়েকে ঘরে তুলে কি ভুল হলো?’
প্রশাসনে দলীয়করণ নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচনের বিষয়টি তুলে ধরলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রক্রিয়ায় ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বাড়তি অর্থ বরাদ্দের বিরোধিতা করেন।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “প্রশাসনে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ ছাড়া কোনো জেলার লোক নেই।”
নোয়াখালী অঞ্চলের কর্মকর্তাদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফেনীর বাসিন্দা এই সংসদ সদস্য।
এই সময় অধিবেশন কক্ষে হাসির রোল ওঠে।
বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে আশরাফ বলেন, “এই সরকার আসার পর আগের সরকারের যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তাকে সরিয়ে দেয়া হয়নি। যিনি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন, তিনিও মেয়াদ শেষে চলে গেছেন।
বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে আশরাফ বলেন, “এই সরকার আসার পর আগের সরকারের যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তাকে সরিয়ে দেয়া হয়নি। যিনি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন, তিনিও মেয়াদ শেষে চলে গেছেন।
“যিনি অর্থসচিব ছিলেন, তিনি মেয়াদ শেষ করে বিশ্বব্যাংকে চাকরি নিয়ে চলে গেছেন। যিনি ইআরডি সচিব ছিলেন, তিনি এখন মন্ত্রিপরিষদ সচিব।”
“এরাই রাষ্ট্রের মূল কর্মকর্তা, ইনাদের পদচ্যুত বা বদলি করা হয়নি। কিশোরগঞ্জের যদি একজনও সচিব থাকতো, তাহলে আমি খুশি হতাম,” বলেন কিশোরগঞ্জের সংসদ সদস্য আশরাফ।
“এরাই রাষ্ট্রের মূল কর্মকর্তা, ইনাদের পদচ্যুত বা বদলি করা হয়নি। কিশোরগঞ্জের যদি একজনও সচিব থাকতো, তাহলে আমি খুশি হতাম,” বলেন কিশোরগঞ্জের সংসদ সদস্য আশরাফ।
No comments:
Post a Comment