গ্রিক ইতিহাসের প্রেমকাহিনীর কথা উঠলে সবার আগে উচ্চারিত হয় প্যারিস ও হেলেনের সেই অমর কাহিনী। কিন্তু এই ইতিহাসে আরও অনেক প্রণয় ও আলোচিত জুটি রয়েছে, যারা এখনো মাথা উঁচু করে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছে। ওডিয়াস-পেনেলোপ ঠিক এরকমই একটি জুটি। অন্যান্য গ্রিক প্রেমের গল্পের মতোই এ জুটির প্রেমও ছিল ত্যাগ আর বিসর্জনের। এ জুটি তাদের মিলনের জন্য অপেক্ষা করেছিল দীর্ঘ ২০ বছর! তাদের বিয়ের কিছু পরই ওডিয়াসকে যুদ্ধে চলে যেতে হয়। কিন্তু স্বামীর প্রত্যাবর্তনের আশায় আশায় পেনেলোপ তার জন্য অপেক্ষা করেছিল ২০ বছর। এর মধ্যে তিনি ১০৮ জন রাজাকে প্রত্যাখ্যান করেন, অপরদিকে ওডিয়াসও স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনিও অনেক দেবীর প্রেম ফিরিয়ে দিয়েছিলেন। Homer রচিত এই এপিকে তিনি প্রমাণ করেছেন, 'ভালোবাসার অন্য নাম- অপেক্ষা!' তিনি বলেছেন, �remember that tre love is worth waiting for!�
No comments:
Post a Comment