Thursday, June 6, 2013

বন্যার কবলে মধ্য ইউরোপ
বন্যার কবলে পড়েছে মধ্য ইউরোপ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চেক প্রজাতন্ত্র। সেখানকার রাজধানী প্রাগ-এর বিভিন্ন এলাকা বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মারা গেছেন এখন পর্যন্ত ৭ জন। নিখোঁজ রয়েছেন আরো ৪ জন।
মঙ্গলবার চেক প্রজাতন্ত্রে পানির উচ্চতা বেড়ে বন্যায় পরিণত হলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাজধানী প্রাগ-এ মেট্রো চলাচল বাতিল হয়ে গেছে। বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। দেশের পশ্চিমাঞ্চলের অন্তত ৩ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন।
এদিকে দেশটির ভ্লাটবা নদীর কূল ছাপিয়ে বন্যার পানি প্রাগ-এ ঢুকে পড়ার আশঙ্কায় আগেই ইস্পাতের প্রতিরোধ গড়ে তুলেছিল শহর কর্তৃপক্ষ।
পরে নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে চেক প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ সোমবার রাতে বাধ্য হয়ে দেশটির দক্ষিণের বেশকয়েকটি বাঁধ খুলে দেন।
বন্যার কবলে মধ্য ইউরোপ
অন্যদিকে, পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়াতেও বন্যা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অস্ট্রিয়ার কর্তৃপক্ষের ধারণা মতে এবারের বন্যার ক্ষয়ক্ষতি ২০০২ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
এদিকে জার্মানিতে পানির উচ্চতা ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। জার্মানির দক্ষিণ-পূর্ব শহর পাসাও-তে বন্যা মোকাবেলায় দেড় হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। জার্মানিতে ৪ জন নিহত হয়েছেন।
এদিকে মঙ্গলবার দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন।
এছাড়া সুইজারল্যান্ডের কিছু অংশেও প্রবেশ করেছে বন্যা।
সূত্র : বিবিসি, আল-জাজিরা।

No comments:

Post a Comment