সার্স-জাতীয় নতুন ভাইরাস এবার ফ্রান্সে
1 / 1
সৌদি আরবসহ কয়েকটি দেশের পর এবার ফ্রান্সে প্রথম ধরা পড়েছে সার্স-জাতীয় নতুন করোনাভাইরাস।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে আসা এক ব্যক্তির দেহে নতুন এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে বুধবার জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে সংবাদ সম্মেলনও করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে পৃথক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
জেনেভা ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে, ফ্রান্সের কাছ থেকে তারা নতুন এ ভাইরাস সংক্রমণের তথ্য পেয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
ল্যাবরাটরির পরীক্ষা-নিরীক্ষায় বিশ্বব্যাপী ৩০ জনের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।তাছাড়া, ভাইরাসটিতে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী,গত সেপ্টেমন্বরে বিজ্ঞানীরা প্রথম এ ভাইরাসের অস্তিত্ব টের পান।
চলতি বছরের মার্চ থেকে সৌদি আরবে এ ভাইরাসে আক্রান্তের মৃত্যুর খবর আসতে শুরু করে।
নোবেল করোনাভাইরাস(এনসিওভি)সার্স জাতীয় ভাইরাস। এর সংক্রমণে একই ধরনের লক্ষণ প্রকাশ পায়।
২০০৩ সালে এশিয়ায় সর্বপ্রথম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম(এসএআরএস)প্রাণঘাতী রূপে ছড়িয়ে পড়ে।
তবে মানুষের শরীরে এটি প্রাণ সংহারকরূপে আবির্ভাবের ঘটনা জানা যায় গত বছর মধ্যপ্রাচ্যে রোগীর শরীরে এটি ধরা পড়ার পর। নিশ্চিতভাবে এই ভাইরাসের সংক্রমণের খবর জানা যায় সৌদি আরব, জর্ডান এবং ইংল্যান্ড।
তবে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে সংবাদ সম্মেলনও করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে পৃথক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
জেনেভা ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে, ফ্রান্সের কাছ থেকে তারা নতুন এ ভাইরাস সংক্রমণের তথ্য পেয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
ল্যাবরাটরির পরীক্ষা-নিরীক্ষায় বিশ্বব্যাপী ৩০ জনের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।তাছাড়া, ভাইরাসটিতে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী,গত সেপ্টেমন্বরে বিজ্ঞানীরা প্রথম এ ভাইরাসের অস্তিত্ব টের পান।
চলতি বছরের মার্চ থেকে সৌদি আরবে এ ভাইরাসে আক্রান্তের মৃত্যুর খবর আসতে শুরু করে।
নোবেল করোনাভাইরাস(এনসিওভি)সার্স জাতীয় ভাইরাস। এর সংক্রমণে একই ধরনের লক্ষণ প্রকাশ পায়।
২০০৩ সালে এশিয়ায় সর্বপ্রথম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম(এসএআরএস)প্রাণঘাতী রূপে ছড়িয়ে পড়ে।
তবে মানুষের শরীরে এটি প্রাণ সংহারকরূপে আবির্ভাবের ঘটনা জানা যায় গত বছর মধ্যপ্রাচ্যে রোগীর শরীরে এটি ধরা পড়ার পর। নিশ্চিতভাবে এই ভাইরাসের সংক্রমণের খবর জানা যায় সৌদি আরব, জর্ডান এবং ইংল্যান্ড।
তবে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
No comments:
Post a Comment