একটা সময় ছিল যখন রোদে শুধুমাত্র চোখের যত্নে সানগ্লাস ব্যবহার হত। কিন্তু বর্তমানে এটা ফ্যাশন অনুষঙ্গে পরিণত হয়েছে। একটি সাধারণ পোশাকের সাথে হাল ফ্যাশনের সানগ্লাস পুরো আউটলুক পরিবর্তন করে দিতে পারে। তাই রোদের নজর থেকে নিজের চোখ বাঁচানোর পাশাপাশি স্মার্ট লুকের জন্যও সানগ্লাসের জুড়ি নেই। তাই সব বয়সের মানুষের কাছেই কম-বেশি জনপ্রিয় এ রঙিন কাঁচের ব্যবহার।
রঙ ও গড়নের ধরণ
সানগ্লাস বা রোদচশমা শুনলেই সামনে ভেসে ওঠে সিনেমার ভিলেনের কালো চশমা। কিন্তু এখন বাজারে এসেছে হরেক রঙের রোদচশমা। গাঢ় রঙের পাশাপাশি হালকা রঙের রোদচশমাও চোখে পড়ছে আজকাল। লাল, গোলাপী, হালকা নীল, গ্রে, খয়েরি শেডের অনেক চশমাই বাজারে পাওয়া যাচ্ছে। তবে ছেলেদের পছন্দে একটু গাঢ় রঙই বেশি প্রাধান্য পাচ্ছে। আবার বাদামি শেডের রোদচশমাও চোখের জন্য আরামপ্রদ।

বেছে নিন

কোথায় পাবেন
রোদচশমা কেনার কথা আসলে প্রথমেই মাথায় আসবে বিজয় নগর, মগবাজারের সেঞ্চুরী আর্কেড, ধানমণ্ডির সাতমসজিদ রোডের অপটিকাল বাজার। এছাড়াও চলে যেতে পারেন বেইলি রোডের নাভানা বেইলিস্টার কিংবা পান্থপথের বসুন্ধরা সিটিতে। তবে যাদের বাজেট একটু কম, তারাই বা কেন বঞ্চিত হবেন? নন- ব্রান্ডের রোদচশমার খোঁজে চলে যেতে পারেন নিউ মার্কেট সংলগ্ন বলাকা সিনেমা হলের গেটে কিংবা গুলিস্তান স্টেডিয়ামের গেট, মতিঝিল, শাপলা চত্বর, ফকিরাপুল মোড় ও ফার্মগেটে। কম খরচে সহজেই সেখান থেকে মিলে যাবে আপনার কাঙ্ক্ষিত রোদচশমা।
রোদচশমা কেনার কথা আসলে প্রথমেই মাথায় আসবে বিজয় নগর, মগবাজারের সেঞ্চুরী আর্কেড, ধানমণ্ডির সাতমসজিদ রোডের অপটিকাল বাজার। এছাড়াও চলে যেতে পারেন বেইলি রোডের নাভানা বেইলিস্টার কিংবা পান্থপথের বসুন্ধরা সিটিতে। তবে যাদের বাজেট একটু কম, তারাই বা কেন বঞ্চিত হবেন? নন- ব্রান্ডের রোদচশমার খোঁজে চলে যেতে পারেন নিউ মার্কেট সংলগ্ন বলাকা সিনেমা হলের গেটে কিংবা গুলিস্তান স্টেডিয়ামের গেট, মতিঝিল, শাপলা চত্বর, ফকিরাপুল মোড় ও ফার্মগেটে। কম খরচে সহজেই সেখান থেকে মিলে যাবে আপনার কাঙ্ক্ষিত রোদচশমা।
দরদাম

নাভানা বেইলিস্টার বা বসুন্ধরা সিটিতে বিভিন্ন ব্রান্ডের রোদচশমা পাবেন ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। এছাড়া সাধারণদের জন্যেও রয়েছে ৪৫০ থেকে ১০০০ টাকার মধ্যে।
এছাড়াও নন-ব্রান্ডের কিছু সানগ্লাস রয়েছে, যেগুলোর দাম হাতের নাগালেই। এগুলো মিলবে ১২০ থেকে ৩৫০ টাকার মধ্যে।
মডেল: চন্দ্রা, হাসিব, সুমাইয়া, মৌ
আলোকচিত্রী: গোলাম সাব্বির
No comments:
Post a Comment