ইতিহাসের অন্যতম অমর প্রেমগাথার নাম, মার্ক অ্যান্টনি-ক্লিওপেট্রা। ঐতিহাসিক এবং একই সঙ্গে দারুণ নাটকীয় এই প্রেম হয় অনিন্দ সুন্দরী মিসরীয় রানী ক্লিওপেট্রা আর তার প্রধান সেনাপতি অ্যান্টনির মধ্যে। শক্তিশালী এবং ঐতিহাসিক চরিত্র দুটির মাঝের এই অমর প্রেম আকর্ষণীয়ভাবে আমাদের কাছে তুলে এনেছিলেন Shakespeare তার জাদুকরী লিখনীর মাধ্যমে। রাজকীয় ঘাত-প্রতিঘাত, জয়-পরাজয় উপেক্ষা করে তারা বিয়ে করেছিলেন। পরবর্তীতে রোমানদের সঙ্গে যুদ্ধরত অ্যান্টনির মনোবল ভাঙার জন্য তাকে যুদ্ধের ময়দানে মিথ্যা সংবাদ শুনিয়েছিলেন, শত্রুরা ক্লিওপেট্রাকে হত্যা করেছে। তারপর অ্যান্টনি নিজ ছুরিতে মৃত্যুবরণ করেন, অন্যদিকে অ্যান্টনির মৃত্যু সংবাদ শুনে ক্লিওপেট্রাও নিজ ছুরি দিয়ে আত্দহত্যা করেন। Shakespeare তাদের জন্য বলেছিলেন, �great love demands great sacrifices!�১৬২৩ সালের প্রথম মুদ্রিত হয় এই নাটকটি।
No comments:
Post a Comment