বুদ্ধি খাটিয়ে ঘরের সাজ
:: জীবনযাত্রা ডেস্ক ::
অনেকেই নিজেকে টিপটপ রাখতে পছন্দ করেন। কিন্তু শুধু কি নিজে টিপটপ থাকলেই হবে। একইসাথে ঘরের সাজের দিকেও নজর দিতে হবে। কারণ, গৃহসজ্জায়ই যে প্রকাশ পায় কার কেমন সৌন্দর্যবোধ ও রুচিবোধ। কিন্তু এ জন্য বাড়তি যে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে তা কিন্তু নয়। নিজের সামান্য চিন্তা এবং অল্প কড়ি মিলালেই হয়ে যাবে সব। কীভাবে করবেন সেই সাজসজ্জা? আসুন, কিছু টিপস নেয়া যাক এখান থেকে।
অনেকেই নিজেকে টিপটপ রাখতে পছন্দ করেন। কিন্তু শুধু কি নিজে টিপটপ থাকলেই হবে। একইসাথে ঘরের সাজের দিকেও নজর দিতে হবে। কারণ, গৃহসজ্জায়ই যে প্রকাশ পায় কার কেমন সৌন্দর্যবোধ ও রুচিবোধ। কিন্তু এ জন্য বাড়তি যে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে তা কিন্তু নয়। নিজের সামান্য চিন্তা এবং অল্প কড়ি মিলালেই হয়ে যাবে সব। কীভাবে করবেন সেই সাজসজ্জা? আসুন, কিছু টিপস নেয়া যাক এখান থেকে।
কেমন দেখতে চান নিজ ঘর
প্রথমে আপনাকে ঠিক করতে হবে কীভাবে দেখতে চান নিজ ঘর। ডেকোরেশন, আইডিয়া, আইটেম সব ব্যপারে সিদ্ধান্ত নিয়েই মাঠে নামতে হবে। এতে করে আপনি পরিকল্পনার বাইরে কিছু কিনবেন না। তাছাড়া বাজার করার সময় যা আপনার ঘরের সাজের ক্ষেত্রে মামানসই নয় সেটা অবশ্যই এড়িয়ে যাবেন। কেনাকাটার সময় এই নিয়মই মেনে চলা উচিত।
হলোই না হয় ওলটপালট
সবসময় একই আঙ্গিকে ঘর দেখতে কার না বিরক্ত লাগে। অভ্যাসের বাইরে গিয়ে নতুন আসবাব না কিনেও ঘরকে দেয়া যায় নতুন চেহারা। ঘরে কোন জোড়া আসবাব একসাথে থাকলে সেগুলোকে দু’টো বিপরীত কোণে রাখতে পারেন। ছোট কার্পেট থাকলে সেটাকেও জায়গাবদল করতে পারেন। গতানুগতিক ধারায় সোফা না রেখে এবার না হয় এগুলোর মধ্যে বিচ্ছেদ ঘটান।
দেয়ালের হালচাল
পুরো একটি দেয়ালের হালচালই বদলে দিতে পারে রঙ। রঙ লাগলে শুনেছি সবকিছুই কথা বলে। দেয়ালও তো সেটার ব্যতিক্রম নয়। হাল আমল থেকে চাইলে পুরনো আমলেও ফিরিয়ে নিয়ে যেতে পারে আপনার দেয়াল সজ্জা। দেয়ালে স্মরণীয় আলোকচিত্র ঝুলাতে পারেন, সাথে থাকতে পারে পেইন্টিং। তবে বাচ্চাদের ঘরের দেয়াল রঙিন হলেই ভাল হয়।
নিঃশ্বাস হোক বিশুদ্ধ
ঘরে কিছু গাছের উপস্থিতি বাতাসে বিশুদ্ধতা নিশ্চিত করে। তাছাড়া গাছপালা তুলনামূলক সস্তা। ঘরে বিভিন্ন রকম গাছ নিয়ে আসতে পারেন কিছু বড় গাছ, গুল্ম, ফুলগাছ, ক্যাকটাস এসবই জানালার কাছে একটি টেবিলে জায়গা পেতে পারে। বড় জানালা বা একচিলতে বারান্দার গ্রিলে খোপার মত ঝুলে থাকবে সার সার মানিপ্ল্যান্ট। সবুজ আপনার জানালা বা বারান্দাটাকে ভাললাগার জায়গা করে তুলবে অনায়াসে।
গুপ্তধনের খোঁজে
নিশ্চয়ই ভাবনায় পড়ে গেলেন ঘরের সাজে গুপ্তধন এলো কি করে। কিন্তু মনমতো আসবাবের ক্ষেত্রে কিন্তু এ কথাটি সর্বজনবিদিত। দামি আসবাবে না ঝুঁকে তুলনামূলক কম মূল্যেই পেয়ে যেতে পারেন ব্যবহৃত আসবাব। পুনয়ায় পলিশ করিয়ে নিলেই সব ঠিকঠাক। ভাগ্য ভাল থাকলে অ্যান্টিক কালেকশনও পেয়ে যেতে পারেন। তারপর ঘরের কোণে বসিয়ে দিলেই একেবারে ফিটফাট।
আআ/রমু
No comments:
Post a Comment