Friday, June 7, 2013


যুক্তরাজ্যে স্তন ক্যান্সার ১০ হাজার ছাড়িয়েছেযুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে স্তন ক্যান্সার আক্রান্তের বার্ষিক হার এই প্রথম ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ‘ক্যান্সার রিসার্চ ইউকে’।


দাতব্য এ প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাজ্যে প্রতি ৫ জনে একজন স্তন ক্যান্সার আক্রান্ত নারীর বয়সই ৫০ এর কম।বেশি মাত্রায় অ্যালকোহল সেবন এবং সন্তান জন্মদান সংক্রান্ত কিছু বিষয় এর কারণ হতে পারে বলে গবেষকদের ধারণা।
১৯৯৩-৯৫ সালে প্রতি এক লাখে ৩৮ জনের স্তন ক্যান্সার ধরা পড়েছে। যেখানে ২০০৮-১০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১ লাখে ৪২ জনে।
সে হিসাবে ২০১০ সালে বভিন্নি বয়সী নারীর ক্ষেত্রে ৪৯,৫০০ জনের দেহে এ রোগ ধরা পড়ে, যেখানে ১৯৯৫ সালে এ রোগাক্রান্ত হয়েছিল ৩৭,১০৭ জন।
বয়স্ক নারীদের মধ্যেই এ রোগ দেখা গিয়েছিল বেশি।আর ৫০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের হার ওই সময়টিতে বেড়েছিল ১১ শতাংশ।
ক্যান্সার রিসার্চ ইউকে’র হিসাবমতে, ২০১০ সালে যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী ১০ হাজার ৬৮ জনের স্তন ক্যান্সার ধরা পড়ে।১৯৯৫ সালের তুলনায় এ সংখ্যা ছিল ২ হাজার ৩শ’।
স্তন ক্যান্সার বেড়ে যাওয়ার পেছনে সঠিক কারণ কি তা জানাতে পারেননি গবেষকরা।তবে তারা বলছেন, অতিমাত্রায় মদপান, হরমোনজনিত কিছু বিষয়, যেমন: কম সন্তান নেয়া কিংবা বেশি বয়সে সন্তান নেয়া এবং বেশিমাত্রায় জন্মনিরোধক ওষুধ সেবন স্তনক্যান্সার বেড়ে যাওয়ার কারণ হতে পারে।

No comments:

Post a Comment