Wednesday, June 12, 2013

 মস্তিষ্কের রহস্য জানতে ওবামার উদ্যোগ

মস্তিষ্কের রহস্য জানতে ওবামার উদ্যোগ

1 / 1
মানব মস্তিষ্কের গোপন রহস্য উদঘাটনে নতুন একটি গবেষণা প্রকল্পের দ্বার খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।যাতে করে স্মৃতিভ্রংশের মতো রোগের কারণ সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

মস্তিষ্ক কিভাবে কাজ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানা এবং স্মৃতিভ্রংশ ও মৃগীরোগের মতো রোগ সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পেতে গবেষণা পরিচালনার জন্য হোয়াইট হাউসে এক বক্তব্যে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন ওবামা।

‘হিউম্যান জেনোমি প্রজেক্ট’ এর মতো কিছু গবেষণা জিনতত্ত্বের রূপান্তর ঘটিয়েছে উল্লেখ করে ওবামা বলেন, এখন তিনি মানব মস্তিষ্কের ক্ষেত্রেও একই কাজ করতে চান।

সরকারিভাবে অর্থায়ন করা হলেও সরকারি এবং বেসরকারি দু’খাতেই বিজ্ঞানীরা এ প্রকল্পের কাজ চালাবে।প্রকল্পের নাম হবে ‘ব্রেইন রিসার্চ থ্রু অ্যাডভান্সিং ইনোভেটিভ নিউরোটেকনোলোজিস’ বা ‘বিআরএআইএন’।

ওবামা বলেন, মস্তিষ্কের ক্রিয়াকলাপের অনেক রহস্যই এখনো অজানা।‘বিআরএআইএন’ গবেষণা প্রকল্প সে রহস্য উদঘাটন করবে।এর মাধ্যমে বিজ্ঞানীরা মস্তিষ্ক কিভাবে কাজ করে তার নতুন চিত্র পাবে।বুঝতে পারবে আমরা কিভাবে চিন্তা করি, শিখি এবং কোনোকিছু স্মরণ করি।এর ফলে মস্তিষ্ক নিয়ে বর্তমানে যে ধারনা প্রচলিত আছে তার রূপান্তর ঘটবে।

২০১৪ থেকে নতুন এ গবেষণার কাজ শুরু হবে। ন্যাশনাল ইন্সিটিটিউট অব হেলথ (এনআইএইচ), ডিফেন্স এডভান্সড রিসার্চ প্রজেক্টস এজন্সি (ডার্পা) এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএফএস) গবেষণাটি পরিচালনা করবে বলে জানিয়েছে বিবিসি।

মানুষের মস্তিষ্কের ভেতরে কোটি কোটি পৃথক কোষের মিথস্ক্রিয়া কিভাবে হচ্ছে তা গবেষণা করে দেখার জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবনে ব্যয় হবে ওবামা ঘোষিত ওই ১০ কোটি ডলার।

মস্তিষ্কে কিভাবে কোনো জিনিস রেকর্ড হয়ে যায়, সংরক্ষিত থাকে, তথ্য সন্নিবেশিত হয় এমনকি মস্তিষ্কের কোন অংশের ক্রিয়াকলাপের সঙ্গে আমাদের আচরণের সম্পর্ক আছে তাও এ গবেষণায় খতিয়ে দেখবেন গবেষকরা।

No comments:

Post a Comment