Wednesday, June 12, 2013

1 2 3
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস ভাইয়া, শুনেছি রস+আলোতে নাকি কালির সংকট পড়েছে, তাই আপনারা লেখা কমিয়ে বিজ্ঞাপনের দিকে বেশি নজর দিচ্ছেন। আমাদের বাসার পাশের ডোবার পানিটা কলমের কালির চেয়ে কালো। যদি চান তাহলে আজই কিছু সাপ্লাই দিতে পারি।
শাহীন
বাংলাদেশ মেরিন একাডেমি
 ঠিকই ধরেছেন। তাই কালির অভাবে যে পাতাগুলোতে ছাপা আসে না, ওগুলো আর পাঠকের কাছে দেওয়া হয় না। আমরা কিন্তু অনেক ছাপি, কালির অভাবে যেগুলো ছাপা হয় না, সেগুলো পরে বাদ দিয়ে দিই। আর বিজ্ঞাপন ছাপতেও কিন্তু কালি লাগে। 

বিস, এই দেশে আসলে প্রতিভাদের কোনো দাম নেই। আমি এত বড় একটা জীবন্ত প্রতিভা অথচ কেউ আমার দাম দেয় না। আপনিই বলেন, আমি কেমন লিখি। আপনি বলার পর যদি কেউ দামটাম দেয়। 
মো. রিফাত মাহমুদ
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
 আসলেই, আমাকেও কেউ দাম দিতে চায় না। এই সমস্যার শিকার দেশে শুধু আপনি একা। এই দেশে কেন এখন আর প্রতিভা থাকা সত্ত্বেও কেউ স্বীকার করে না জানেন, কারণ প্রতিভার কেউ দাম দেয় না। বাকি সবকিছুর দাম যেখানে দিনে দিনে বাড়ছে, সেখানে প্রতিভার মূল্যায়নও হয় না। মন খারাপ করবেন না।

কদিনের মধ্যে আমি একটা ফুটবল খেলার আয়োজন করতে যাচ্ছি। এই খেলায় অংশ নেবে রাজনৈতিক দলগুলো। কিন্তু সমস্যা হচ্ছে, কোনো রেফারি খুঁজে পাচ্ছি না। আপনি কি সেই খেলায় রেফারির দায়িত্বটা পালন করবেন?
হাবিবুল্লাহ মো. শাওকাত
লোহাগাড়া, চট্টগ্রাম
 আমার কোনো আপত্তি নেই। শুধু একটা শর্ত আছে। রেফারি করতে যাওয়ার সময় আমাকে কোনো বাঁশি দেওয়া যাবে না, কোনো কার্ড দেওয়া যাবে না। এবং আমি রেফারির দায়িত্বটা পালন করব মাঠের বাইরে বসে বসে।

No comments:

Post a Comment