Wednesday, June 12, 2013

সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক হওয়া সত্ত্বেও মানুষ বিবেকহীন কাজ করে কেন?
বিষ্ণু কর্মকার, দড়গ্রাম, মানিকগঞ্জ
আদালতকে চ্যালেঞ্জ করার জন্য!

বিয়ে ঠিক হলো, এনগেজমেন্ট হলো, কিন্তু বিয়ে হলো না—এটা কিসের মতো?
শাওন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
কানের কাছ দিয়ে একটা বুলেট সাঁই করে চলে যাওয়ার মতো!

বিক্ষোভ আর হরতালের মধ্যে পার্থক্য কী?
মো. আনছার আলী মাস্টার, মাদারগঞ্জ, জামালপুর
কি জানি! দেখতে তো একই লাগে!

পুলিশ আর চোরের মধ্যে পার্থক্য কী?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
একজনকে স্যালারি দেওয়া হয়, আরেকজন স্যালারির ব্যবস্থা নিজেই করে!

এত প্রশ্ন পাঠাই, ছাপা হয় না কেন, আমার প্রশ্নে কি রস নেই?
শাকিলা, ফরিদপুর।
রস আছে, কিন্তু ফরিদপুর থেকে আসতে আসতে কিছুটা রস পড়ে যায়!

আমি একজনকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না, কী করব?
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর।
এটা কোনো সমস্যাই না, অন্য কাউকে বলার চেষ্টা করুন।

সেরা প্রশ্ন
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় কেন?
মো. সাইফুল ইসলাম, সিএসই বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বাঘের ডিনারটা সার্ভ করার জন্য
অভিনন্দন সাইফুল
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।

No comments:

Post a Comment