ভালোবাসার কেনাকাটা
ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে আপনার প্রিয়জনকে উপহার দিন। ভালোবাসার উপহার কী হবে তা নিয়ে এই আয়োজন। লিখেছেন রিয়াদ খন্দকার
ফুল
প্রাকৃতিক উপহারের কথা মাথায় আসলেই সবার আগে ফুলের কথা চলে আসে। ভালোবাসার উপহারের তালিকায় ফুলের ঠাঁই দিতেই হবে। ভালোবাসার প্রতীক এক গুচ্ছ লাল গোলাপ হতে পারে ভালেন্টাইনস ডে-এর উত্কৃষ্ট উপহার। আর ব্যতিক্রম ফুলের সংগ্রহ ঘটাতে কসমস, জিপসির সংযোজনও করতে পারেন। সাথে রজনীগন্ধা হলেও মন্দ হয় না। অর্কিড, ডালিয়াও হতে পারে আপনার ফুলের বুকির উপাদান। আকৃতি ও ফুলের ধরনের উপর নির্ভর করে দুই'শো থেকে তিন হাজার টাকার মধ্যে দেখা মিলবে এসব বুকির।
চকলেট
ফুলের পরেই উপহার সামগ্রীর তালিকায় চকলেটের নাম চলে আসে। আপনার ভ্যালেন্টাইনকে এক বাক্স চকলেট উপহার দিবেন না তাই কি হয়। নানা রঙ আর বরনের চকলেট বক্স রয়েছে বাজারে। সুদৃশ্য বক্স ও বাহারি রং চকলেটের বক্স মিলবে আড়াইশ থেকে পাঁচ'শ টাকার মধ্যে। চকলেট বক্স বেছে নিতে ঢুঁ মারতে পারেন আলমাস, হটকেক, কুপার্স, খাজানাসহ বিভিন্ন কনফেকশনারির দোকানে। চকলেটের সুদৃশ্য বক্সটি র্যাপিং পেপারে মুড়িয়ে আপনার প্রিয়জনের কাছে তুলে ধরুন।
পারফিউম
ভালোবাসার মানুষটির উপহারের তালিকায় জায়গা করে নিতে পারে পারফিউম। বর্ণিল রং আর গন্ধের পারফিউম হতে পারে আপনার প্রিয়তম কিংবা প্রিয়তমার জন্য আদর্শ উপহার। গুচি, আরমানি, সিকে, ইন্টারনাল লাভ, ললিতা ল্যাম্পিকা, ডাইওর, এক্স, নওটিকা প্রভৃতি ব্র্যান্ডের পারফিউম বেছে নিতে পারেন। এসব ব্র্যান্ডের পারফিউমের মূল্য দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটি, পিংক সিটি, মেট্রোশপিং মল, রাইফেলস স্কয়ার, খাজানা প্রভৃতিতে দেখা মিলবে এসব পারফিউমের।
মোবাইল
আপনার সঙ্গীর জন্য বেছে নিতে পারেন সুদৃশ্য একটি মোবাইল। নোকিয়া, সনি এরিকসন, মটোরোলা, স্যামসাং, এলজি, ফিলিপসসহ নানা ব্র্যান্ডের মোবাইল রয়েছে এখন বাজারে। নানা ধরনের ফিচার সম্বলিত এসব মোবাইল হতে পারে আপনার ভালোবাসা দিবসের জন্য শ্রেষ্ঠ একটি উপহার। মোবাইল কেনার জন্য ঢুঁ মারতে পারেন ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, মেট্রোশপিং মলসহ অভিজাত বিপনী বিতানগুলোতে। একটি মোবাইলের সঙ্গে সুদৃশ্য মোবাইল কভার উপহার দিতে ভুলবেন না কিন্তু।
কার্ড
ভালোবাসার অনন্য উপহার হতে পারে কার্ড। মনের না বলা কথাগুলো ফুটে উঠতে পারে কার্ডের ভাষায়। তাই উপহারের তালিকায় আর কিছু না হোক কার্ড কিন্তু থাকা চাই-ই চাই। ভালোবাসার কলি সম্বলিত এসব কার্ডের দেখা মিলবে আর্চিস, হালমার্ক, আইসকুলসহ বিভিন্ন উপহার সামগ্রীর দোকানগুলোতে। এসব কার্ডের মূল্য, আকার ও আয়তন ভেদে। সাধারণত একশ থেকে পাঁচশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের কার্ডটি। কার্ডে ভিন্নতার ছোঁয়া দিতে আপনি নিজেও নির্মাণ করতে পারেন হ্যান্ডমেইড কার্ড।
ফুল
প্রাকৃতিক উপহারের কথা মাথায় আসলেই সবার আগে ফুলের কথা চলে আসে। ভালোবাসার উপহারের তালিকায় ফুলের ঠাঁই দিতেই হবে। ভালোবাসার প্রতীক এক গুচ্ছ লাল গোলাপ হতে পারে ভালেন্টাইনস ডে-এর উত্কৃষ্ট উপহার। আর ব্যতিক্রম ফুলের সংগ্রহ ঘটাতে কসমস, জিপসির সংযোজনও করতে পারেন। সাথে রজনীগন্ধা হলেও মন্দ হয় না। অর্কিড, ডালিয়াও হতে পারে আপনার ফুলের বুকির উপাদান। আকৃতি ও ফুলের ধরনের উপর নির্ভর করে দুই'শো থেকে তিন হাজার টাকার মধ্যে দেখা মিলবে এসব বুকির।
চকলেট
ফুলের পরেই উপহার সামগ্রীর তালিকায় চকলেটের নাম চলে আসে। আপনার ভ্যালেন্টাইনকে এক বাক্স চকলেট উপহার দিবেন না তাই কি হয়। নানা রঙ আর বরনের চকলেট বক্স রয়েছে বাজারে। সুদৃশ্য বক্স ও বাহারি রং চকলেটের বক্স মিলবে আড়াইশ থেকে পাঁচ'শ টাকার মধ্যে। চকলেট বক্স বেছে নিতে ঢুঁ মারতে পারেন আলমাস, হটকেক, কুপার্স, খাজানাসহ বিভিন্ন কনফেকশনারির দোকানে। চকলেটের সুদৃশ্য বক্সটি র্যাপিং পেপারে মুড়িয়ে আপনার প্রিয়জনের কাছে তুলে ধরুন।
পারফিউম
ভালোবাসার মানুষটির উপহারের তালিকায় জায়গা করে নিতে পারে পারফিউম। বর্ণিল রং আর গন্ধের পারফিউম হতে পারে আপনার প্রিয়তম কিংবা প্রিয়তমার জন্য আদর্শ উপহার। গুচি, আরমানি, সিকে, ইন্টারনাল লাভ, ললিতা ল্যাম্পিকা, ডাইওর, এক্স, নওটিকা প্রভৃতি ব্র্যান্ডের পারফিউম বেছে নিতে পারেন। এসব ব্র্যান্ডের পারফিউমের মূল্য দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটি, পিংক সিটি, মেট্রোশপিং মল, রাইফেলস স্কয়ার, খাজানা প্রভৃতিতে দেখা মিলবে এসব পারফিউমের।
মোবাইল
আপনার সঙ্গীর জন্য বেছে নিতে পারেন সুদৃশ্য একটি মোবাইল। নোকিয়া, সনি এরিকসন, মটোরোলা, স্যামসাং, এলজি, ফিলিপসসহ নানা ব্র্যান্ডের মোবাইল রয়েছে এখন বাজারে। নানা ধরনের ফিচার সম্বলিত এসব মোবাইল হতে পারে আপনার ভালোবাসা দিবসের জন্য শ্রেষ্ঠ একটি উপহার। মোবাইল কেনার জন্য ঢুঁ মারতে পারেন ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, মেট্রোশপিং মলসহ অভিজাত বিপনী বিতানগুলোতে। একটি মোবাইলের সঙ্গে সুদৃশ্য মোবাইল কভার উপহার দিতে ভুলবেন না কিন্তু।
কার্ড
ভালোবাসার অনন্য উপহার হতে পারে কার্ড। মনের না বলা কথাগুলো ফুটে উঠতে পারে কার্ডের ভাষায়। তাই উপহারের তালিকায় আর কিছু না হোক কার্ড কিন্তু থাকা চাই-ই চাই। ভালোবাসার কলি সম্বলিত এসব কার্ডের দেখা মিলবে আর্চিস, হালমার্ক, আইসকুলসহ বিভিন্ন উপহার সামগ্রীর দোকানগুলোতে। এসব কার্ডের মূল্য, আকার ও আয়তন ভেদে। সাধারণত একশ থেকে পাঁচশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের কার্ডটি। কার্ডে ভিন্নতার ছোঁয়া দিতে আপনি নিজেও নির্মাণ করতে পারেন হ্যান্ডমেইড কার্ড।
No comments:
Post a Comment