বাজেট নির্বাচনমুখী ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার
নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও রাজনীতিবিদদের প্রতিক্রিয়া
প্রস্তাবিত বাজেটকে নির্বাচনমুখী ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা। আর বাজেটকে মহাজোট সরকারের নির্বাচনী স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জের ১৮ দলীয় জোটের নেতারা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এঙ্পোর্টাস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়ীদের কিছু ন্যায্য দাবি বাজেটে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন ছিল। সেটি হয়নি। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক বলেন, সবচেয়ে আলোচিত শ্রমিক নিরাপত্তা ও কর্ম পরিবেশের বিষয়ে বাজেটে কোনো বরাদ্দ না রাখা হতাশাজনক। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বাজেট বড়লোকের উপকারে আসবে। তারা কালো টাকা সাদা করার সুযোগ পাবেন। নারায়ণগঞ্জ জেলা ওয়েল অ্যান্ড সুগার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা বলেন, বাজেট বাস্তবায়ন করতে না পারলে এর খেসারত জনগণকে দিতে হবে। বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহজালাল বলেন, বাজেটের ঘাটতি পূরণ করাটাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিকেএমএইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের আরও ব্যবসাবান্ধব এবং শিল্প সহযোগী নীতিকৌশল জরুরি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বাজেটে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের আশার কোনো প্রতিফলন হয়নি। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল হাই বলেন, উচ্চাভিলাষী বাজেট হলেও তা দেশের জন্য মঙ্গলজনক হবে।
No comments:
Post a Comment