ফের প্রেম ও বিয়ের গুঞ্জনে আরফিন রুমীর জবাবদিহি
স্টাফ রিপোর্টার ॥ একটি নতুন অনলাইন মিডিয়ার সূত্র ধরে গত কয়েকদিন পুরো মিডিয়ার তোলপাড়। অনলাইনটি প্রকাশ করেছে সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠ শিল্পী-সঙ্গীত পরিচালক আরফিন রুমী নতুন করে প্রেমে পড়েছেন। আর এ নিয়ে শুরু হয়েছে সামাজিক ওয়েবসাইট বিশেষ করে ফেসবুকে তুমুল আলোচনা। পুরো মিডিয়া তোলপাড় শুরু হলেও রুমি কিন্তু জানতেন না তার বিরুদ্ধে কি খবর ছাড়া হয়েছে অনলাইটটিতে। অনলাইনের বক্তব্য অনুসারে তবে বিশ্বস্ত সূত্রের বরাতে বলা হয়েছে, রুমির নতুন প্রেমিকা তার প্রথম স্ত্রী অনন্যার পুরনো বান্ধবী এবং বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী! ওই সংবাদে আরও বলা হয়েছে- এই নতুন প্রেমের কারণে রুমীর ২য় স্ত্রী কামরুন নেসার সঙ্গে বেশ ঝামেলা চলছে এখন। অবশ্য এই সংবাদে রুমী, কামরুন কিংবা অনন্যা- কারোই কোন কমেন্ট প্রকাশ হয়নি। তাদের বক্তব্য না নিয়ে সূত্র মাধ্যম ব্যবহার করে রুমীর বিরুদ্ধে করা এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। বলে রাখা ভাল, স্টেজ শো’র আমন্ত্রণে গেল আড়াই মাস ধরে নিউইয়র্কে অবস্থান করছেন আরফিন রুমী। সঙ্গে আছেন আমেরিকা প্রবাসী ২য় স্ত্রী কামরুন নেসাও। সে যাই হোক প্রেমকেন্দ্রিক এই গুঞ্জন সংবাদের সূত্র ধরে গেল দুদিন ধরে ফেসবুকের ওয়ালে ওয়ালে চলছে রুমী ভক্ত-শ্রোতাদের মধ্যে নানা মাত্রিক বাগবিত-া ফেসবুকে যখন এই অবস্থা তখন আমেরিকায় অবস্থান করা রুমী- কামরুন নেসা দুজনেই বিস্মিত ও হতাশা প্রকাশ করেছেন সংবাদমাধ্যগুলোর কাছে। মজার বিষয় হচ্ছে, এই গুঞ্জন কিংবা সংবাদের সত্যতা জানতে নানা মাত্রার অনুসন্ধান করেও তেমন কোন সঠিক তথ্য পাওয়া যায়নি এখনও। তাই বলে এমন একটি মাঠ গরম করা সংবাদ তো আর উড়িয়ে দেয়া যায় না। কারণ, এমনটা হতেই পারে। শোবিজের মাঠ গরম করা এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য রুমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ খবরের প্রতিবাদ জানান। তিনি বলেছেন, আমি এখানে (আমেরিকায়) স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়ি নিয়ে খুব সুখেই আছি। আমাদের মধ্যে কোন ধরনের সমস্যা নেই। যেখানে সপ্তাহের পাঁচটা দিন আমি ঘরে বসে গান বানাই আর এভাবে ভিডিও কলের মাধ্যমে ঢাকায় বিভিন্ন স্বজন-শিল্পী-পরিচালকদের সঙ্গে গানের কথা বলি। সপ্তাহের বাকি দু’দিন আমি শো করি। মূলত শোগুলোর জন্যই আমি এই দূর পরবাসে পড়ে আছি। কারণ শোগুলো করলে আমি ভাল অঙ্কের টাকা পাই। দেশে তো এখন শো একদমই নেই। রুমি আরও বলেন, আপনারা তো দেখেছেন- কামরুনের সঙ্গে আমার প্রেম এবং বিয়ের বিষয়টি সবার কাছে পরিষ্কার করে জানিয়েছি। তারও আগে আমি অনুমতি নিয়েছি অনন্যার (প্রথম স্ত্রী)। অনন্যা অনুমতি দেয়ার পরেই কামরুন ঢাকায় গিয়েছে। সবাইকে জানিয়ে বিয়ে করেছি। অথচ এখন এক সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা না বলে কি একটা ছড়িয়ে দিল। আর সেটা নিয়ে ফেসবুকে সবাই ঝাঁপিয়ে পড়েছে। পরিস্থিতিটা হলো কান নিয়েছে চিলে’র মতো। এটাই কষ্ট লাগে। শুধু তাই নয়, ফেসবুকে আমার এ্যাকাউন্টের ওয়ালে বেশ কিছু অনলাইনের লিঙ্ক দিয়ে দিচ্ছে ঘণ্টায় ঘণ্টায়। ইনবক্সেও পাঠাচ্ছে। এটা কেমন কাজ! এরপর রুমী বলেন, মজার বিষয় হলো আমি কিছুই জানতাম না। দু’দিন আগে কামরুন আমাকে এই নিউজটা প্রথম দেখায়। যেটা তার ইনবক্সে পাঠানো হয়েছে। এভাবে একটা চক্র এই ভুয়া সংবাদটিকে ফেসবুকের মাধ্যমে সব খানে ছড়িয়েছে সুকৌশলে। আর আমজনতাও ঝাঁপিয়ে পড়েছে আমার পক্ষবিপক্ষ নিয়ে। এদিকে এই প্রেমের গুঞ্জনের তথ্য জানতে ঢাকায় অবস্থান করা আরফিন রুমীর প্রথম স্ত্রী অনন্যার সঙ্গে টেলিফোনে আলাপ হয়। তিনি গেল বারের মতো এবারও বলেন একই কথা, এসব বিষয়ে আমি কিছুই জানি না।
No comments:
Post a Comment